শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

মনে হয় ভিন দেশী - -


ডানাবিহীন উড়ে যাওয়ার  উত্কন্ঠা, জেগে ছিল 
মনে তার, সেই ক্লেদিত বিকেলে, হাওয়ায় 
তখন সেঁতসেঁতে ভাব, অনেক দুরে 
যাওয়ার প্রবল ইচ্ছা, নদীর 
কিনারা ধরে সমানে 
হেঁটে যাওয়া, 
সম্ভবত কিছু দূর আমরা হেঁটে ও গেছি, আঁধার
নামার আগে, ঘামে একাকার, ওই
উপচ্ছায়া ঘেরা বিরাট বট 
বৃক্ষের নীচে, সে যেন 
হাঁপিয়ে উঠেছে, 
উটকা
ভয় যেন দাগ কেটে গেছে এঁদো গলির গায়ে, আর 
এগোতে পারি নি সে দিন, অবশ্যই মিথ্যে 
সাহস আমি ও দেখিয়েছিলাম তাকে, 
আসলে আমি চেয়ে ছিলাম 
একটি রঙ্গীন সাঁঝ 
চুরি করতে, 
কিছু সিক্ত চুম্বন, কিছু শিহরিত আলিঙ্গন, না 
জানিয়ে বুকের যাদুঘরে চেয়ে ছিলাম 
লুকিয়ে রাখতে, তার মধুরিম 
সামিপ্য, আর মনের 
দ্বন্দ্বের মাঝে 
সামঞ্জস্যের অভাব ছিল নিশ্চই, অর্ঘ্যের ফুল  রয়ে
গেছে হাতে, মন্ত্রমুগ্ধ এমন কি মন্ত্রৌচ্চার
গেছি ভুলে, উপাসনার শেষে 
দেখি দু জন দাঁড়িয়ে 
আছি প্রাচীন 
দেউলের 
মুখে, পুরোহিত অবাক বলে "মনে হয় ভিন দেশী -
আগে তো দেখি নি"

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/  
Blue_Leaf


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন