শনিবার, ৩১ মার্চ, ২০১২


সরে যেতে পারি নি 

না পারি নি দূরে সরে যেতে, যতই করেছি প্রয়াস 
ফিরে এসেছি অনায়াস, জড়িয়ে বুকে মায়া 
যেন একরাশ, জানি না কি যা  আছে
তার প্রীতির কাব্যের অনুপ্রাস,
নিঃশব্দ পায়ে এসে, ক্ষণে 
ক্ষণে হৃদয়ে বেঁধে 
যায় অধিবাস,
রাত ও দিনের ওই মিলন বিন্দুর তীরে সে থাকে 
দাঁড়িয়ে, বুকে নিয়ে জলরঙ্গী উচ্ছ্বাস, কি 
এমন আছে তার চোখের ভাষায় 
বোঝে না অবুঝ মন, সে 
যেন অলস বেলার 
মধুর দীর্ঘ 
নিঃস্বাস,
জীবনের মরু প্রান্তরে শুধুই ভরে থাকে শ্রাবণী
আভাস, তাই আলো ছায়ার পথে সে 
অদৃশ্য রহে আশপাশ - - 

- শান্তনু সান্যাল 
PAINTING BY TONY GROTE 1



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন