মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২


সামান্য আগে সন্ধি বিগ্রহ 

পরিশেষে তুমি ও ভেঙে দিলে পরিকল্পনার মিহি 
রেশমী জাল, কিছু ক্ষণ ঢুল টা এমনি 
বয়ে যেতে পারলে না, এখন ত 
সবে উঠেছে আবেশের 
জোয়ার, চাঁদ 
এখনো বন্দী মেঘের গারদে, মুক্তির আলোড়ন 
আন্তভৌম, পৃষ্ঠতলে জোছনার তরঙ 
ভাসতে সংকুচিত, কুনো কুনো 
ভাব, ভেবাচেকাটা 
রইত  যদি 
আরও
কিছু ক্ষণ, হয় ত গড়ে উঠত রোমাঞ্চ গভীর -
রোমান্সে মোচড় ঘনিয়ে আনত দীর্ঘ 
টেকসইতা, জীবনের  ধুসর 
রঙ্গে লাগত সুবর্ণ লেপ,
বুকের ঐকতানে 
ভেসে যেত 
মায়াবী স্বরলহরী, জীবন হয় উঠত পরিপূর্ণ 
সজীব স্বপ্নের পৃথিবী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
source - Hanging Pink Orchids (Donald Miller)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন