বৃহস্পতিবার, ৩ মে, ২০১২


সমার্থক সম্পর্ক 

গোপন সংশয় নিয়ে বুকে, সারা রাত সে ফেলে গেছে 
দীর্ঘ নিঃশ্বাস, শরীর যেন পড়ে আছে বালুকা 
বেলায় ও প্রাণ ভেসে গেছে বহু দূর 
মাঝ সাগরে, ঠিক ছড়ানো 
ভাঙা টুটা  ঝিনুক, 
শামুকের যেন 
খোল,
তার চোখ  হতে গড়িয়ে আসা অশ্রু ফোঁটার তাপ -
অন্তরে দিয়ে গেছে ক একটা জলফোস্কা, 
অদৃশ্য আঘাত, অনেক সময় 
জীবনে তা ঘটে যায় 
যা ঘটার কথা 
নয়,
দুই দেহের মাঝের সেতু যখন ভাঙে, মুহুর্তে দুই কুলের 
তটভূমি সহসা যায় সরে, নদীর মধ্যবর্তী 
অঞ্চলে ভেসে উঠে সাময়িক বালুর 
দ্বীপ, ওই নির্জন ভূ ভাগে 
ধীরে ধীরে বেত 
খাগড়ার 
ঝোপ করে যায় দখল, নিশীথ রাতে জোনাকিরা খুঁজে 
আস্তানা, বিলম্বিত শ্রাবণ যদি হয়, তাহলে 
ক্রমশঃ ওই ভূমির বক্ষে স্বপ্নের 
আলোকলতা যায় ছড়িয়ে, 
তখন নিঃশ্বাসের 
শব্দ, আর 
ছুঁতে চায় না হৃদয়ের স্পন্দন, ভালবাসা তখন হয় 
উঠে পুরোপুরি পরাশ্রয়ী ব্রততী, খুঁজে 
বেড়ায় চিরহরিৎ গাছের শাখা 
প্রশাখা, এমন সময়ে 
জীবন হয় 
ওঠে 
মরিচিকার সমার্থক শব্দ, অন্তহীন দাবাগ্নির লহর - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by Fred Russell

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন