রবিবার, ৬ মে, ২০১২


গোপন সজলতা 

নির্বিকার জীবন, কিন্তু  স্থাবর প্রেম তোমার 
জড়িয়ে রয় বুকের পাঁজরে প্রগাঢ় ভাবে,
সে যেন নিভৃত যোগিনী সহস্ত্র 
যুগ হতে সমানে জেগে 
আছে হৃদয়ের 
মাঝে,
অনুধাবন করে যায় নিঃশ্বাসের পথে, অগণিত 
শ্রাবণ, অসংখ্য শীত, বসন্ত ফিরে গেছে 
তার খিলান গোপুর ছুঁয়ে, প্রভাব -
মুক্ত তার অসীম ভালবাসা,
সে বহে যায় রক্ত 
সংহরণ হতে 
মর্মের 
দ্বারে, অখণ্ড অগ্নিশিখার মতন জ্বলে আঁধারের 
জগতে, অবর্ণিত সেই আলোর বিস্তার 
ভরে যায় রিক্ত অন্তরতরের 
গভীরতা, জীবনের 
মরুদ্যানে ফুটে 
উঠে 
যেন নির্জীব নাগফনীর পুষ্প বীথিকা, অনন্ত 
সুরভীর নির্ঝর, বহে যায় অশ্রু জলের 
সঙ্গে মিলে কপোল হতে বসুধার 
ক্রোড়ে, বিন্দু বিন্দু ঝরে 
অবিরল তার
নেহের
সুধা, বিগলিত করে লৌকিক অহংকার - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


painting by Hubert Robert 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন