মঙ্গলবার, ৮ মে, ২০১২


অগোচর অনুভূতি 

বিছিন্ন পল্লবের গায়ে  লুকানো সেই টলমল নিহার 
বিন্দু, আর ভালবাসা, কোথায় যেন মিলে 
মিশে আগ্রহী, বেঁধে রাখতে চায় 
বিরাট অশ্বত্থ গাছের ছায়া 
বুকের মাঝে, শুকিয়ে 
যাওয়ার সংশয় 
নিরন্তর 
করে যায় মন উদ্বেলিত, অভিশাপিত আঁধার -
জড়িয়ে রাখতে চায় জীবন, সূর্যের আলো 
তখন আক্রান্ত করে দেহ ও প্রাণ,
ভাবনার কুসুম গুটিয়ে 
থাকতে যেন বাধ্য, 
নিজের অব্যক্ত 
জগতে,
অগোচর  অনুভূতি হারিয়ে যেতে যেন ইচ্ছুক -
তার নয়নের তীরে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
dew drops 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন