শুক্রবার, ২৫ মে, ২০১২

সমর্পণ

সঘন কুয়াশার মাঝে ভাঙা আবেগ নিয়ে বুকে
দাঁড়িয়ে রয় জীবন; তার ডহর হৃদয়ের 
তীরে, সে এক মহা প্রবাহিনী বহে 
যায় সদম্ভে, ভাঙে গড়ে 
ভাবনার তটভূমি,
কখনো 
প্রলয়ের সঙ্গে কখনো জোছনার সাথে সে চির 
তরঙ্গিত খেলা করে আপন মনে, তার 
প্রণয় সুধা উলম্ফিত ভাবে সিক্ত 
করে যায় অন্তর্মনের বিস্তীর্ণ 
মরুভূমি, ভরে যায় 
শুষ্ক হৃদির 
গহ্বর !
বাড়িয়ে যায় যেন মহাসাগরের তৃষা, লবনাক্ত 
সম্বেদন নিয়ে উদলা দেহে ; জীবন চায় 
শুধু তার মৃদু স্পর্শ, ভালবাসার 
সজলতা, দিব্য অনুভূতি,
নিয়তির পুনর্লিখন, 
জীবনের 
অভিনব রূপান্তরণ, আঁধার হতে মহাকায় দীপ্তির 
ভিতরে অনুপ্রবেশ - - - 

- শান্তনু সান্যাল
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন