বুধবার, ১৬ মে, ২০১২

শুভ রাত্রি 
কার প্রণয় সুধা ঢেলে যায় জীবন, নির্জীব স্বাস 
তন্তু খুঁজে পায় স্পন্দন, স্বপ্নগুলো নিজেই 
ফেলে যায় সম্মোহনের জাল, রাত 
যেন ভুলে গেছে আঁধারের 
ঠিকানা, মনের পবিত্র 
ভূমি; নিশীথে
জেগে
রয় নিয়ে হৃদয়ে সকাল মুখী উজানের গান - - -

- শান্তনু সান্যাল
painting by Donna

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন