বুধবার, ৬ জুন, ২০১২


উদার মনা সাথী - -
ওই নদী ; মোহানা মুখী, সাগরের বুকে আছে 
হয় ত সুখী, উধ্বস্ত করে গেছে কিন্তু 
মনের পরিদৃশ্য, তটভূমি, সমস্ত 
সাংঘাতিক ভাবে, ওই 
মিলন বিন্দুতে 
চাঁদের 
প্রতিবিম্ব খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব প্রায় !
মাঝিদের কন্ঠে ভেসে উঠে তার 
আর্তনাদ, অপরিচিত করুণ
সুরে, করে যায় উজাড়
উজানের প্রবাহ 
শেষ প্রহরে,
ফিরে আসে ব্যথিত স্বপ্ন নগ্ন পায়ে, বুকের 
মরুভূমি খোলা রাখে কবি, যদি 
ভুলে মেঘেরা হয় ওঠে 
উদার মনা 
সাথী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Jamie Williams Grossman

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন