Monday, 18 June 2012


সুদুর কোন প্রান্তরে - -
অনেক দূরে, পৃথিবী ও শুন্যের মাঝে, দিগন্ত 
রেখার উপরে, কে নীল রঙ্গে লিখে যায় 
জীবনের নিখোঁজ কবিতা, মেঘের 
গায়ে ভেসে উঠে, কার আর্দ্র 
ভাবনার আঁখি, ঝরে 
বিন্দু বিন্দু 
সারা
রাত আকাশ, চেপে রয় বুকে দহন জ্বালা, কে 
সে চির বিরহিনী করে আপনমনে 
চিতা ভস্মের শৃঙ্গার, কার 
সুরে ভেসে রয় মৃদু 
নিশিগন্ধার 
সুরভি, 
কোন রাতজাগা পাখির ডাকে কেঁপে উঠে 
মালতী বৃন্ত, জানি না কার সন্ধানে 
উড়ে যায় ভাবনার মেঘ দল,
কার মরু অঞ্চলে চায় 
অঝর বর্ষণ, 
জীবন 
শুধুই খুঁজে যজ্ঞের বেদী, শুন্য হাতে লয়ে 
প্রণয়ী অর্ঘ্য - - 
- শান্তনু সান্যাল
painting by Jessica Libor

No comments:

Post a Comment