স্বপ্নের তরী
কোন প্রণয়ের জাগরণ, ভেসে
যায় হৃদয়ের আকাশে
অসময়ের
মেঘ,
লিখে যায় কে যেন অদৃশ্য কবি মম
অন্তরে ফুলের হাসি, মনে হয়
সমস্ত পৃথিবীর সৌন্দর্য্য
ঘনিয়ে চলেছে নয়ন
পটলে, ক্রমশঃ
নেমে
চলেছে অন্তরিক্ষের নীল আলোর
ঝরনা, ভিজে যেতে চায়
যুগের তৃষ্ণা, হৃদি
মাঝে তরঙ্গিত
অজ্ঞাত
কামনা নিয়ে চলেছে রংধনুর দেশে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন