সোমবার, ২০ আগস্ট, ২০১২

ধর্ম বিহীন বিচার - -


যাদের কাছে জীবনের মূল্য ধর্ম ভিত্তিক, ওই 
সব মুখোশ পরা মানুষের মাঝে করুণা,
ভাতৃত্ব বলে কিছু নাই, নিজের 
অস্তিত্বের জন্য তারা যা 
কিছু ও করে যেতে 
পারে, ওই 
মহোত্সবের আড়ালে ক্রন্দনময় মানুষের -
ভিড়ের কথা কি মনে পড়ে, উধ্বস্ত
গ্রামের গোঙানির শব্দে তারা 
গড়তে চায়, নিজ নির্মিত
সংবিধান, অদৃশ্য 
সত্তার নামে 
নিজের সাম্রাজ্য, সেই ধর্ষিত সমাজ এক দিন 
করে প্রতিহিংসা, বেয়ে আনে প্রলয়ের 
তাণ্ডব, তখন কোনো দিব্যবাণীর 
কল্পনা কাজে লাগে না, ফিরে 
যায় মানুষের দল বন্য 
পথে, সংস্কৃতি -
সভ্যতা 
তখন শুধুই অশ্রুময় সেজে রয় উপান্তের পথে !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Betty Moses

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন