ফিরে যেতে হয় এক দিন মৌন, ইচ্ছা অনিচ্ছার
প্রশ্ন রয় যায় বুকের ভিতরে, অদৃশ্য মায়ার
ডোর ! খুবই কাঁচা হালকা টানে, যায়
সহজে ছিঁড়ে, তাকে নিয়ে কত
কিছু ভাঙ্গা গড়া, শীশ -
মহলের ছড়ানো
রূপকথা,
চালাঘর হতে বিস্তৃত শ্বেত পাথরের প্রাসাদ, যখন -
ডাক পড়ে, সব কিছু,যা যেখানে, যেমন আছে,
নিমেষে ফেলে চলে যেতে হয়, একাকী -
সুদুর আবছা পথে, সেই অন্তহীন
যাত্রার ছায়াময় সহযাত্রী
বলতে কিছুই নাই,
শুধু স্মৃতির
পৃষ্ঠে অঙ্কিত কিছু অপ্রকাশিত নিঃস্বার্থ ভাবনা,
কিছু ধুলিমলিন পবিত্র ভালবাসা, জীবনের
কিছু পরোপকারী মুহূর্ত, জোনাকির
রূপে ভেসে রয় মহাশুন্যে !
ক্রমশঃ পৃথিবী তখন
ইতিহাসের
অবুঝ
প্রহেলিকা, বহুদূর যায় হারিয়ে - - - - - - - - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন