সেই কচুরিপানার মাঝ রাস্তায়, আকাশের
বিম্বের খুব কাছাকাছি দেখেছি বহু
বার প্রণয়ের স্থির তরঙ, কথা
কয় কি জানে, কি নিয়ে
অবিরল দোয়েলের
সাথে, ওই
আবছা বিহানে, উঠোনের গায়ে ঝরে রয় -
শিশির ভেজা শিউলি এক রাশ,
কে যেন উঁকি দিয়ে যায়
বুকের অনবহিত
খোলা
জানালায়, সুদুর আম্রকুঞ্জে উদাস একাকী
কোকিল, ভাঙা সুরে ডেকে যায়
জানি না কাহাকে, হয় ত
ফিরে যায় নি নিজের
দেশে, মধুমাসের
সাথে,
একান্ত লয়ে সে এখন শিখতে চায় মৌন -
ভাষা, কিংবা শরতের সঙ্গে
বোঝাপড়া, পরাশ্রয়ী
লতার জীবন
আগামী
বসন্তের পথ চাওয়া, শালিকের সাথে অস্থায়ী
বন্ধুত্ব, নতুন ভাবে নিজে কে চেনা,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water hyacinth-flower কচুরিপানা.jpghttp://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন