শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

নিমগ্ন সন্ধ্যা

শুনেছি সে নাকি, নিঝুম সাঁঝে বসে থাকে একাকী, 
নিজের মাঝে নিলীন, নিখোঁজ সান্ধ্য তারার 
সন্ধানে, ধেয়ে যায় বিহ্বল, মধ্যযুগীন 
ছাদের প্রান্তে, আঁধার ঘনিয়ে 
আসে যখন সুদুর নদীর 
বুকে, অন্তিম মাঝি
ফিরে আসে 
ক্লান্ত 
পায়ে, গায়ে জড়িয়ে সোদক গন্ধ, কোন এক চির 
পরিচিত গন্ধে, তার মনের পৃথিবী ও সাড়া
দিয়ে যায় সহসা, জানা শোনা ওই 
গন্ধের ভিতরে সে হারিয়ে 
যেতে চায় সহজে,
ভুলে যায় 
নব 
জাগরিত আকাশের দুনিয়া, তারক সম্মেলনী -
ছায়াপথের প্রতিভাস, সে এখন নিতান্ত 
নিমগ্ন প্রণয়ের প্লাবনে, মোহনার 
উচ্চ তরঙ্গের হাহাকার
শুনতে পায় না,
শুধুই 
পার্থিব দেহের ছাড়া তার অধীনে কিছুই নাই !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mosaic sky 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন