মুখরিত মৌন, পুরাতন মানসিকের ভাঙন !
the artwork of Elizabeth Weber
সে ধরে হাত, নিয়ে যেতে চায় সুদুর
অন্তরিক্ষ পার, কোন এক
অজ্ঞাত কল্প লোকে,
বহে যায়
যেখানে আলোর নির্ঝর, ভেসে রয় প্রণয়ের
সুগন্ধসার, কিশলয় পাতায় লিখে
যায় অদৃশ্য কবি অনন্য
ধরণের জীবন্ত
কবিতা,
ঘোরের কুয়াশায় জীবন ধাবনশীল, মেঘের
গুহার সেই গূঢ়মার্গ, নীলাভ অন্ধকার,
তার আসক্তিময় ডাক, দেহ ও
প্রাণ তখন পরাশ্রিত, ওই
বিচিত্র চলচ্ছবির
মত হৃদয়ের
অবস্থা,
সরে চলেছে পায়ের জমি, দিগন্ত, তারক বৃন্দ
অনেক পিছে বিলীনতার পথে - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন