শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

নীরব তীরভূমি - -

সে ফিরে গেছে হয় ত কিছু ক্ষণ পথ চেয়ে, 
তীরভূমির বুকে এখনো রয়েছে কাঁচা 
পায়ের ছাপ, কিছু ভাবনার রিক্ত 
খোল, কয়েকটি সপ্তরঙ্গী 
পালক এলোমেলো !
নিঃশ্বাসের 
ভাঙ্গা
চিত্রলেখ, নিয়তির ছকে ছিল জীবনটা - 
খুবই নিরুপায়, যখন শেষ ট্রেন 
ছেড়ে গেছে নির্জন হৃদয়ের 
চত্বর, বহুদূর দেখি সে 
হারিয়ে চলেছে 
ছাইরঙা
আকাশে, যেন কোনো অমূল্য প্রতিশ্রুতি 
করে সন্ধান তার ভুল ঠিকানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 Walter Griffin s Oil Painting ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন