জানি না, কি ভাবে সে বুঝে গেল
চোখের নিঃশব্দ অভিপ্রায় !
ওই ঘোলাটে আলোর
পথ দিয়ে, সে
গেছে
অনেক ভিতরে, হৃদয়ের নিগূঢ় পথ হতে
অন্তরতমের কাচিক ধরাতলে, ক্রমশ
পঞ্চভৌতিক জগৎ পার করে,
ছুঁয়েছে অপরিহার্য
অংশ, সেই
মিলন
বিন্দুর শীর্ষে ভেসে উঠেছে তখন বিচিত্র
চন্দ্রবিহীন জোছনা, পরিতৃপ্তির
জুয়ার ভাটায়, জীবন
খেলেছে শিশুবত
জলক্রীড়া !
সরে
সুদূরে গেছে মায়াবী অন্ধকার, সেই ভাসন্ত
অনুভূতির মাঝে খুঁজে পেয়েছি
অবিনাশী তার প্রণয়ের
পরিভাষা - -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন