মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আয়নার মুখোমুখি - -


সিন্ধুনীল আঁধারে কে যেন রেখে যায় 
নিশিগন্ধার গুচ্ছ, ঠিক আধ 
খোলা জানালার ধারে,
গভীর রাত ও 
পদধ্বনির 
মাঝে 
প্রগাঢ় প্রণয়ের নীহার ভিজিয়ে যেতে -
চায় সমগ্র শরীর, ভীরু স্পন্দন 
খুঁজে সেই নামবিহীন 
গন্ধের মূলবিন্দু,
কম্পিত 
অধর কোণে জেগে রয় সম্পূর্ণ রজনী 
অতৃপ্ত অভিলাষ, অদৃশ্য স্পর্শে 
ভাবনার ফুলদানি করে 
ষোলো শৃঙ্গার !
বসে রয় 
একাকী পুরাকালের আয়নার মুখোমুখি,

- শান্তনু সান্যাল  
Glaucous night  Art by nataera
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন