জরুরি নয় জীবনের বিবরণ হবে তোমার
the gate - no idea about painter
অনুযায়ী ! চোখের ভিতরে আটকানো
প্রতিবিম্বের ভাষা ছিল উন্মগ্ন,
শব্দ ঝরে পড়েছে হয় ত
বিন্দু বিন্দু, অশ্রু
কি লবনাক্ত
সলিল !
কিছু ও উপমা হতে পারে, উজাড় করে -
সারা রাত পুড়েছে ভব্য আকাশ
তার অনেক পরে, শেষ
প্রহরে বাষ্পিত
ব্যথা
পরিণত হলো নীহার কণার রূপে, ভিজলো
শরীর কি হৃদয়, কেউ কি বুঝতে
পারে, খোলা জানালার
পারে, গোলাপ
বৃন্তের
লাজুক শাখায়, ছড়িয়ে রইলো আর্দ্রতা - - -
এলোমেলো ভাবে, স্মিত সকাল
অনভিজ্ঞ মনে চেয়ে
আছে তোমার
চোখের
কৌতুহল, পাওয়া না পাওয়ার অশেষ গণনা,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন