কথা ছিল দেখা হবে, বিধ্বস্ত দেউলের
বয়োবৃদ্ধ অশ্বত্থ গাছের ঠিক কাছের
পরিত্যক্ত চত্বরে, অথচ সে
আসি নি, ভেসে গেছে
প্রতিশ্রুতির শব্দ -
গুলি, ভাটার
শিথিল লহরে, সুদুর নদীর ওই পারে চাঁদ
খুঁজে চলেছে হয় ত আরেকটি আস্তানা,
অজানা পান্থনিবাসে, জানি সে
বদলিয়ে যাবে সব কিছু
শেষ প্রহরে, উচ্ছিষ্ট
অধরে রয়ে
যাবে কিছু ভাঙা কম্পন, লুন্ঠিত কবিতা,
ছড়ানো বিসর্গ, দূর ছিটানো চন্দ্র -
বিন্দু, তখন আমার ভুল
বানান ভরা জীবন
খুঁজবে এক
ব্যাকরণ,
আবার কাটকুট করে পুনরায় মুক্ত ছন্দ
রচনা, জানি সে কোনো দিনই
বুঝতে পারবে না মনের
বারংবার মৃত্যুর
ঘটনা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন