বুধবার, ৪ জানুয়ারী, ২০১২


পুনরায় সেই বিন্দু 

জীবনের সেই সন্ধিক্ষণে তুমি ছিলে অপেক্ষক কার 
জন্যে, সেটা মন চায় না জানতে, কুসুমিত 
প্রণত শাখায় হাত দিলেই, হয় ত ঝরে
যাবে, অবিকশিত স্বপ্নের লাজুক 
কুঁড়ি, শুধুই মনে আছে 
সেই প্রথম মিলনের 
দিন,  জিজ্ঞাসু 
চোখের 
কিছু 
অপ্রকাশিত কবিতা গুচ্ছ, ক্ষণিক আবেগের 
স্থিরতা, হারানো প্রাপ্তির মাঝের খুশি, 
উদ্বেলিত নিরবতার শব্দ ফিরে 
পাওয়া, নিশিগন্ধা -কন্দের 
ভেজা মাটির ভিতরে  
অধীরতা, হঠাৎ
জীবন 
সেই মুহুর্তে চেয়ে ছিল ছুঁতে উড়ন্ত রুপালি মেঘ !
জানি না কত দূর সেই বাঁকটি গেছে সরে 
এখন কি তুমি নিরাপদ এখন কি 
আমি হেঁটে চলেছি উপত্যকার 
প্রান্তে, খালি পা স্ফটিক 
শিলার কন্টকে, কে 
জানে, আবার 
হয় ত ফিরে 
এসেছি 
সেই বিন্দুর উপরে যেখানে এক দিন হারিয়ে
 গেছে জীবনের অমূল্য কিছু - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - valley - Kathryn Joseph 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন