বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

তখন মুক্ত হতে চায় না মন - -

দমকা হাওয়ার শিহরণে, সাগরমুখী জানালা 
খুলে গেছে নিজে নিজেই, খুব দূরে নয়,
চেয়ে আছি নীল সাগরের সেই 
উত্তাপ দেহে, জোছনার 
উন্মুক্ত ভাবে
 নেমে  
আসা, বেলোর্মির আসক্তিভরা  প্রাচীন খেলা !
প্রেম ও রোমাঞ্চপূর্ণ, মিহি সুরে তার 
আবেগময় গুঞ্জন, ফিরিয়ে 
আনতে চায় যাযাবর  
ভালবাসা, পোষ
মানানোর 
প্রক্রিয়া চলে সারা রাত, সে এখন রিং মাস্টার ! 
আগ্নেয় বাণ দিয়ে এঁকেছে অভিলাষের 
বৃত্ত, তার একাধিপত্য এখন 
নিরঙ্কুশ, ক্রমশঃ চরম 
বিন্দুর নিকটতম,
 হিংস ভাবনারা, অস্থি, মাংস পেশী, মজ্জা, স্নায়ু 
ছাড়িয়ে উঠে চলেছে মস্তিষ্ককোষে, তার 
নয়নের চাবুকে সম্মোহিত পুরুষত্ব,
যেন নিরীহ শিশু, আস্তে আস্তে
পূর্ণ ব্যক্তিত্ব যান্ত্রিক ভাবে 
এখন তার নিয়ন্ত্রণে,
শিরায় শিরায়,
দংশ করে গেছে ইন্দ্রজালিক সুধা, বিচিত্র 
সরীসৃপে তার রূপান্তর, মুগ্ধ করে 
রাখে  জীবনের ঊষর ভূভাগ,
তাই মন চায় স্বপ্ন দেখতে, 
কবিতা লিখতে, 
জলরং ছবি 
আঁকতে !
তার প্রভাবে নিজেকে ছড়িয়ে দিতে - - - 

- - - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন