অনেক কাছে এসে ফিরে যাওয়া
তোমার চোখের দৃষ্টিতে এই পৃথিবী,
নিঃশোষিত, অবসন্ন, পরিশ্রান্ত
জীবনের এই প্রান্তে হয় ত
আবার ফুটবে নির্ঝর,
সরে যাবে ধীরে
ধীরে মরুর
অনুপ্রবেশ, বিশ্বাস কর চেয়ে ছিলাম এক
দিন আমি ও ভালবাসতে, হয় ত
তুমি সেটা বুঝতে পারো নি,
কিংবা তোমার নজরে
প্রেমের বর্ণনা ছিল
শুধুই কল্প -
কথা !
আর আমার প্রণয়ে ছিল কলিল আন্তরিকতা,
সেই স্বপ্ন ও সত্যের মিলন বিন্দুতে
তুমি চেয়ে ছিলে শুধুই দৈহিক
দহন, হৃদয়ের ব্যাপক
বিশুদ্ধচেতা অগ্নির
অবহেলা,
সেখানেই আমার মোহভঙ্গের আরভমান - - -
- - - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - flame-red-tulip-meridith-martens
http://sanyalsplanet.blogspot.com/
painting - flame-red-tulip-meridith-martens
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন