ধুলি মুক্ত স্বরলিপি
পুরাতন সেতার, অনেক সময় যেন
আপন ঝঙ্কৃত হয় উঠে, জং ধরা
তারে, হারানো সুর খুঁজে
স্বর লিপি, জীবন
তখন সন্ধ্যার
গায়ে
হেলান দিয়ে চেয়ে থাকে আকাশের রং
পরিবর্তনের খেলা, বিচিত্রাকৃতির
মাঝে, রঙ্গীন মেঘের ক্রমশঃ
তমসাবৃত পথে এগিয়ে
যাওয়া, এমন ক্ষণে
মন ধরে রাখতে
চায় তার
গোপন প্রণয়ের অনুবন্ধ, নিষ্পলক
চাহনি, ইচ্ছে করে টোপের
বলয় ফেলা, সাবান,
চিরুনি, ক্লিপের
জায়গায়
তখন হৃদয় সেই চোখের চক্রে ফাঁসতে
চায় ! জীবনের হাহাকার থেকে
কিছু মুহুর্তের জন্যে, হয় ত
বাঁচতে চায়, এই বন্য
প্রান্তরের মেলায়
যদি জেনে
শুনে
হারানো যায়, কিছুই ভুল নয়, বরঞ্চ এখানে
ধুলিমুক্ত জীবনের স্বরলিপি হয়
উঠে পুনর্জীবিত, রচতে চায়
অভিনব সঙ্গীত - - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন