রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২


বন্য ভালবাসা 

আমার পথ কোনো দিনই ছিল না সোজা, আঁকাবাঁকা 
রাস্তায় হাঁটার মোহিনীমায়া ঘিরে রইলো সারাটা 
জীবন, শৈশবের ওই উপজাতি বন্ধুদের সঙ্গে 
প্রচণ্ড রোদে পাহাড়ের গায়ে অনর্থক 
ঘোরা, ঝরনার জল, জংলি ফল 
খাওয়া, তাই আজ ভাবি 
সেই অরণ্যের সুখ 
যদি আবার 
ফিরে 
আসে, খালি পায়ে দৌড়িয়ে যেতে ইচ্ছে করে সেই 
নিখোঁজ আদিবাসী গ্রামে, গরমের ছুটিতে 
অনেক রাত অব্দি নদী পাহাড়, লুক -
ছুপ, নানান নামের খেলার ফাঁকে 
কচি প্রেমের আকর্ষণ, 
অজ্ঞাত দুর্বলতার
উদয়, লেবু 
ফুলের 
গন্ধের মাঝে জড়িয়ে ধরে নিষ্পাপ আদর করা, 
স্বাভাবিক ভাবে শুধু কাছে যাওয়া, ওই 
খেলার সঙ্গে স্বপ্নীল মাটি শরীরে 
জড়ানো, ঘুমের জগতে সে 
তখন গঙ্গা ফড়িং 
আমি ধরতে 
চাই তার 
পারদর্শী রঙ্গীন ডানা, সে উড়ে চলেছে নদীর উপর 
হতে পাহাড়ের শিখর প্রদেশে, হয় তো 
পাহাড়ের ওই পারের মাদলের 
সুরে, উন্মুক্ত রূপে সে চায় 
মিলে যেতে, বাহিরের 
দুনিয়া সে দেখতে 
চায় না, তাই 
অবাক 
ভাবে চেয়ে রয় আমার সভ্য ভালবাসা, তার ওই 
শ্যামলা মুখে স্পষ্ট অবিশ্বাসের তড়িত
খেলে নিমেষে, খেলার ভাঙ্গনে সে 
আস্তে ফিসফিসিয়ে জানিয়ে 
দিয়ে যায়, তার প্রেম 
যাযাবর নয়,
বন্য হতে 
পারে,

-- শান্তনু সান্যাল 
PAINTING BY - SHIRLEY SHELTON 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন