উঠে আসুক আবার কোথাও হতে দ্রাবিত ঝঞ্ঝা,
ঝরে যাক বুক খুলে যুগের ঘনীভূত বেদনা,
অনাহূত বৃষ্টির রূপে ভিজিয়ে যাক
তার প্রান্তবর্তী ভালবাসা,
লিখে রাখে কে যেন
পূর্ব বিহানে,
আকাশের গায়ে রক্তিম মেঘের ভাষায় ব্যথিত
জীবনের কবিতা, ভেসে ওঠে সুদুর বন্য
প্রান্তরে আহত জনের করুণ কাহিনী,
মহানগরের উপকূল সীমান্তে
ওই ঘিঞ্জি সরু পথের
কাছে জেগে রয়
অস্পষ্ট
গোঙানি, সময় হেঁটে চলেছে উড়ান পুলের দিকে
ঝুলিয়ে বগলে মিথ্যা স্বপ্নের ঝুলি, ওই
চৌরাস্তায়, বিগত কালের মধ্য -
রাতে, জীবন হারিয়ে
এসেছে একমাত্র
সম্বল !
দেহ ও প্রাণের পলকা সেতু, তথাকথিত বেঁচে
থাকার বিকল্প - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন