বুধবার, ৭ নভেম্বর, ২০১২

নিবিড় তৃষ্ণা - -

মোহনামুখী সে এক বিস্তীর্ণ নদীর বহর,
সাগর কুল ঠেলে নিয়ে যায় অনেক 
দূর গভীর জগতে, তরঙ্গিত 
অট্টহাস হঠাৎ তখন 
নিঝুম ! ভাঙা
নিঃশ্বাসের 
সাথে 
আবেশ পড়ে রয় বালির স্তূপে, নির্বিকার 
দেহের গন্ধ কোষ, অকস্মাত যেন 
সক্রিয়, সারা রাত বায়ুমণ্ডলে
এক পরক জাতীয় সুবাস, 
ভেসে রয় অবিরাম
এক দিগন্ত হতে 
অন্য অলিক 
রেখায়, 
বিচিত্র সজলতা ভিজিয়ে রাখে রুপালি 
আলো, অন্তঃকরণে ওঠে  নামে
প্রণয়ের জলোচ্ছ্বাস, এক 
অদৃশ্য, নিবিড় 
তৃষ্ণা
ধরে রাখে জীবনের সংবেদন - - - - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
illusive moon 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন