রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

ঐকান্তিক অনুসঙ্গ - -

প্রমাণ বলতে কিছুই রবে না, এই প্রগাঢ়
অন্ধকারে, সব কিছুই যে অগোচর,
নিঃশ্বাসের স্পর্শে যদি ধরে 
রাখতে পারো আরও 
কিছু ক্ষণ দেহ - 
গন্ধ, কিছু 
চোখের অদৃশ্য আলো, কম্পিত মুহূর্ত !
বুকের তরঙ্গে ভেসে ওঠা আবেশ,
নদীর সাগর কুলে মিশে 
যাওয়া, বিলীনতার 
পথে ওই ক্ষণিক 
অভিলাষ,
যদি কিছু সময় আরও অপেক্ষায় থেমে 
থাকে, শিশির বিন্দুর সজল 
কৌটো, আকাশের 
বিস্তৃত বুকে,
কিছুই 
ক্ষতি নাই তাহাতে, আবছা বিহানের -
আগে জানি ঝরে যাবে শিউলির 
সমস্ত ফুলের বাহার, কিছু 
ক্ষণ আরও যদি এই 
জীবন জড়িয়ে 
রাখতে 
চায় প্রণয়ের সুরভি, তোমার ঐকান্তিক 
অনুসঙ্গ, যাক জ্বলুক অন্তর্নিহিত 
গোপন আগুনের শিখা !
কিছু ক্ষণ আরও,
জানি সবাই 
যাবে 
এক দিন দ্রবীভূত হয়ে অতীতের পারে -
আড়ালে রবে নিস্তব্ধ, শিথিল, 
ক্রমশঃ আলগা নিজের 
নিজের পথে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Anthony M. Davis Fine Art & Photography






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন