বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

চোখের গভীরতা - -

তার চোখের গভীরতা, এবং আমার অন্ধ 
কূপের মারাত্মক খেলা, জীবন তখন 
দাঁড়িয়ে রয় একাকী নিয়ে হাতে 
কিছু নামহীন ফুলের 
তোড়া, সে 
দেখি 
মধ্য রাতে, পরে আছে মিহি জোছনার - -
পরিধান, ছড়িয়ে সারা দেহ ও প্রাণে 
বুনো ফুলের তীব্র গন্ধ, সুদুর 
অরণ্যে তখন উঠছে 
নিগূঢ় আগুনের 
লঘিমা !
তার ওই মৃগনযনী দৃষ্টি এবং আন্দোলিত,
আমার হৃদয়ের ভাবনা, পরস্পর 
মিলে মিশে ভেঙে যেতে 
চায় সমস্ত বৈধ 
অবৈধ 
তটবন্ধ, প্রেম ! মুহুর্তে যেন মহা প্লাবনের  
পুরোধা, পৃথিবী ও আকশের মধ্যে 
কোনো পার্থক্য বোঝে না, 
ডুবিয়ে দিতে চায় 
চন্দ্র - সূর্য্য 
নিমিষে,
আমি নিষ্পলক চেয়ে রই সে মুহুর্তে তার 
অপরূপ রূপ - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emotion 4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন