বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

ভগ্ন কাচের জানালা !

আত্ম বঞ্চনা কি অসময়ের প্রস্ফুটন কিছুই বলা 
ছিল মুশকিল, পেয়ালা ও অধরের মাঝের 
অনুবন্ধ, নিয়ে গেছে অনন্য জগতে, 
জাগ্রত বা ঘুমন্ত সেই মুহুর্তের 
বিশ্লেষণ, রইলো চির 
অপ্রকাশিত !
ওই দ্রবের তরলতা ভিজিয়ে গেছে অন্তরতম !
এখন জীবন নশ্বর কি অবিনশ্বর, বোঝা 
খুবই জটিল, মধ্যম পথের বেদনা 
লয়ে বুকে, অপরিচিত ছায়া 
হেঁটে চলেছে বহুদূর,
না সকাল নাহি 
সন্ধ্যাকাল,
রহস্যময়, এক উদ্ভাসিত সেতু ঝুলে আছে যেন
পৃথিবী ও অন্তরিক্ষের মাঝে, নির্জন দেহের 
পান্থশালা, খোলা ভাবনার সদর 
দরজা, ভগ্ন কাচের 
জানালা !
এখন শহর ছাড়িয়ে ভ্রমণকারী মরুযাত্রী দল,
বিলীনতার পথে প্রণয়ের প্রতিধ্বনি !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
En Paradis commissioned wall panel 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন