শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

অস্থায়ী চুক্তি - -

তোমার অদৃশ্য শর্ত যা কিছুই হতে পারে, 
আমি বন্ধনমুক্ত মনোবৃত্তি, আজন্ম 
বেদে, ঘুরে বেড়াই দেশ 
দেশান্তরে, 
তোমার অভিলাষে, দেহের গন্ধ কি বুনো 
ফুলের কাঁচা মৃন্ময়ী সুবাস, ধরা 
মুশকিল, আমি এক চির 
পরিযায়ী আবেগ,
অধরা ! 
কখনো চোখের আগে কখনো নেপথ্যের 
আঁধারে, খুঁজি তোমায় তোমারই 
মাঝারে, এই চৌম্বকীয 
ক্ষেত্রের মধ্যস্থলে 
সব কিছুই 
অফলপ্রসূ, ক্রমশঃ হারায় গুরুত্বের - 
সীমানা, তাই বলি - না তুমি 
পূর্ণ অনুরত, না 
আমার 
পক্ষে সুবর্ণ টেকসইতাই সম্ভব, কেবল 
অস্থায়ী চুক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Emerging Moon Painting by John Williams.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন