অঙ্গীকারবদ্ধ ছিলাম তাই প্রশ্ন করি নি,
তার চোখের মৌন অনুরোধের
বশীকরণে, তুলেছি
পারদর্শী
পাত্র খানি, অধর তীরে যখন ছুঁয়েছে -
রহস্যভরা সজলতা, তখন
দেখি সরে চলেছে
সুদুর
প্রান্তরে, একে -একে পৃথিবী, মহাসাগর
গ্রহ তারক, অন্তরীক্ষের ওই
মহা নীরবতার মাঝে
জীবন খুঁজে
তখন
সেই সৌন্দর্য্যের হঠাৎ নির্বাপণ, এক
হাহাকার নিয়ে বুকে অস্তিত্ব
দাঁড়িয়ে রয় ঠিক
ছায়াপথের
ধারে !
বিস্ফারিত চোখে দেখি চার দিকে - -
ভেসে যাচ্ছে ভাবনার
রঙ্গীন ফেনা
তরঙ্গিত
রূপে !
সে এক মহার্ঘ ভাবমূর্তি সহসা দেখি
ঝিলমিলিয়ে উঠে চলেছে
মহাশুন্যের মাঝে,
অধরা কি
বাস্তব,
বোঝা ওঠার আগেই নিমিষে আবার
অন্তর্হিত ধুমিমলিন মেঘে !
এক অন্তহীন পিপাসা
রইলো বক্ষঃস্থলে
যথারীতি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন