কিসের সংশয় কি যে দ্বিধা, জানি না, তবুও
সে ছুঁয়ে যায় আড়াল চোখে, অন্তরঙ্গের
ধুসর ভূমি, সেই অদৃশ্য পরশে
আছে বহু অর্ধ সুপ্ত
অভিলাষের
গন্ধ !
নেত্র যবনিকার ওই পারে মনে হয় এখন !
স্বপ্ন অলঙ্করণের পালা, বুকের মাঝে
ধীর সুরে পদ্য আবৃত্তি, কিংবা
অপ্রত্যাশিত ভাবে শুষ্ক
কন্ঠে, কার যেন
স্মৃতির
হেঁচকি, তার আনত চোখের তীরে ভেসে -
চলেছে ত্রিভুবনের মায়াজাল, জল
স্থল আকাশ, সব কিছু যেন
জড়িয়ে নিজের বুকে
সে এখন পূর্ণ
উদাসীন,
ধাবনশীল জীবন শুধুই খুঁজে বেড়ায় তার
প্রণয়ের কস্তুরী গন্ধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন