বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

অভিপ্রায়ের বাইরে - -

পরিপূর্ণতার দাবির মাঝে ছিল ছদ্ম প্রদর্শন কি 
মুক্ত ছন্দের কবিতা, প্রায়ই একান্তের 
আকীর্ণ মুহুর্তে ভাবে হৃদয় !
তার চোখের বিম্বের 
ভিড়ে বহু বার 
খুঁজে পাই 
নি, নিজের হারানো প্রতিচ্ছায়া, অহর্নিশ সে -
বলে গেছে, আমি না কি তার অন্তরে 
দ্রবীভূত, শিরায় শিরায় এক 
লয়ে প্রবাহিত, কিন্তু !
এই কিন্তু -
শব্দের বাইরে বেরিয়ে আসা খুবই কঠিন, - - 
কোথা  ও যেন আটকিয়ে রয় তার 
তথাকথিত চিরস্থায়ী প্রেম,
এটা কত দূর যে 
সম্ভব,
প্রায়শঃই ভাবে জীবন, যখন সব কিছুই এক 
দিন বিলীয়মান, তখন এ কেমন 
ইচ্ছাপত্র, শুধুই এক অলীক 
আলোর অভিমুখে 
অনুধাবন !
তবু ও 
সেই মায়ামৃগের আবেগে জীবন যায় ছুটে - 
বাস্তব কি অবাস্তব এখানে অর্থহীন, 
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
More Art, oil paintings 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন