রবিবার, ১৭ মার্চ, ২০১৩

আসন্ন উত্তরায়ণ - -

নিজ নিয়ন্ত্রণে গর্ব ছিল, জানি না কি ভাবে 
আজ চোখের বাঁধ ভেঙ্গে গেল , আমি 
চাই নি বলতে তাকে বুকের  
জমানো ব্যথা, হাসির 
সাথে অশ্রু কেন 
আজ চলকে 
গেছে !
তার নিস্তব্ধ ভাবে চাহনির মাঝে আমি চাই 
নি ধরতে বহে যাওয়া মাস্তুল, আজ 
কি যে হলো, কেন যে চোখ 
অসময়ে খুলে গেছে,
আবার যেন 
কিনারা 
হতে ডিঙ্গা বহু দূর সরে গেছে, অনেক বার 
জীবনে, অনেক কিছু নিঃশব্দ ঘটে 
যায়, কখনো আকাশ হাতের 
খুবই কাছে, কখনো 
পৃথিবী হারায় 
শুন্যের 
মাঝে, পুরুষালি ভাবনার নিজস্ব অভিমান 
ছিল, আজ কি যে হলো, জানি না 
হৃদয়ের পিঞ্জর মোমের 
সম হটাত যেন 
জলের রূপে 
গলে -
গেছে, আমার নিজের উপরে মহৎ আস্থা  -
ছিল, সম্মোহন বা প্রেম, যা কিছুই 
বলতে পারো, আজ পুরাতন 
অঙ্গীকারের সংজ্ঞা 
গেছে  ক্ষণিকে 
বদলিয়ে,
আমি 
পুনঃ কন্টক শয়নে চেয়ে আছি সূর্যের - - 
আসন্ন উত্তরায়ণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thomas Moran painting 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন