বুধবার, ২০ মার্চ, ২০১৩

অকুলের - - ভাসন - -

ওই নিরুদ্ধ বাসনার বাতায়ন খুলে যেতে চায়,
তোমার চোখের সুবাসিত স্বপ্নে, কিছু 
রহস্য রোমাঞ্চ, কিছু উন্মুক্ত 
মালঞ্চ, বেঁধে রাখতে 
চায় আমার 
পুরুষালি অহংবোধ, ভেঙে যায় প্রতি মুহুর্তে -
ছদ্ম চরিত্রে গড়া বাহ্য আকৃতি, আমি 
অনায়াসে ছুঁতে চাই জীবন্ত অগ্নি,
জেগে উঠে অপ্রত্যাশিত 
ভাবে স্ব - দহনের 
প্রবৃত্তি ! দেহ 
তখন উপায়হীন, বেরিয়ে আসতে অস্থির ওই -
নৈতিক অনৈতিকের লক্ষণ রেখার বাহির, 
শরীর ও মনের দ্বন্দ্বের মাঝে তখন 
শীত যুদ্ধ, দিগন্তের অদৃশ্য 
মিলন বিন্দুর আশে 
পাশে, ভেসে 
উঠে আবেশিত বারিদের সঘন স্তর, পরবর্তী 
মুহুর্তে নিরন্ধ অন্ধকার, তখন না তুমি,
আর না আমি থামিয়ে রাখতে 
পারি, বিহান পূর্বের সেই 
অনন্তব্যাপী মহা 
বৃষ্টির তাণ্ডব,
এবং সেই মুহুর্তেই দ্বৈত নিমজ্জন, অকুলের - - 
ভাসন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Dark Couple

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন