Saturday, 13 April 2013

মায়াবী কুয়াশা - -

অনেক কিছু লুকিয়ে যেতে হয়ে বুকের 
গভীরে, উদিত সূর্যের সাথে ছিল 
সারাটা দিন পৃথিবী আকাশ, 
অস্তাচলের পথে সে 
খুবই একাকী,
ডুবন্ত 
বেলায় রঙের আবরণ খুলে সে রেখে 
গেছে অলিন্দের গায়ে, জীবন 
যাত্রা নিরন্তর অগ্রসর,
জন অরণ্যের 
মাঝে,
কখনো বিস্মৃত মঠের সান্ধ্য প্রদীপের 
রূপে, সে জ্বলে নিঃশ্বাসে সাথে 
এক লয়ে ! সে প্রণয়ের 
আঁধার ছিল কি 
আলো !
এই মুহুর্তে ভেবে কি বা হবে, সকলের 
নিজস্ব বাধ্যবাধকতা থাকে বৈকি,
কোথায় এত সহজ ,অনন্ত -
ভালোবাসার কল্পনার 
জীবন্ত রূপে 
খুঁজে 
পাওয়া, থাক মায়াবী কুয়াশা সঘন - - 
রাত জুড়ে !
* * 
- শান্তনু সান্যাল 
Artist- Andrew Peutherer

No comments:

Post a Comment