Monday, 22 April 2013

ফিরে যাওয়ার পরে - -

সন্ধ্যার আচমকা বৃষ্টির সাথে, সে ভিজিয়ে গেছে 
অন্তরতমের ধূমায়িত দহন, সেই আকস্মিক 
আগমনের মাঝে ছিল, শ্রাবণের এক 
প্রবল পূর্বাভাস, অথবা চাপা 
ঝড়, অর্থ বুঝতে গিয়ে 
দেখি রাতের 
আঁধার 
গেছে ঘনিয়ে পৃথিবী আকাশ, দিগন্ত গুটিয়ে গেছে 
শেষ আলো, তার ফিরে যাওয়ার পথে, বন্য 
কুসুমের অপূর্ণাঙ্গ গন্ধ, মাতিয়ে যেতে 
চায় অধরা নিশি, ভাবনার 
পতঙ্গ উড়ে যেতে 
চায় সুদুর 
সজল উপবনে, তার অন্তিকের বিস্তারে ছিল - - 
জীবনের ফাঁকা ভরাটের দক্ষতা, তাই 
অল্প সময়ে সে গেছে ভরে শুন্য 
স্থানে, স্বপ্নের প্রলেপ !
সেই লাজুক 
স্পর্শে হৃদয় খুঁজে, জীবনের সারাংশ ভীষণ ভাবে - 
* * 
- শান্তনু সান্যাল 
evening rain - - unknown source 

No comments:

Post a Comment