Sunday, 28 April 2013

নিবিড় আবদ্ধ - -

সে যেন অরণ্য বল্লরী, জড়িয়ে যেতে কৌতুকী,
দেহ হতে আত্মচেতনে, নিবিড় আবদ্ধে !
তার অভিলাষের উচ্ছৃঙ্খল উর্মি 
ভেঙ্গে দিতে চায় তীর 
ভূমি, কখনো 
সে এক 
লাজুক মর্মর ভাবনা, আবার অনেক সময়ে - - 
নিঃশব্দ ভাঙনের গৌরব গাথা, নিমিষে 
করে যায় দুই ধারের ভূ ভাগে,
মহা প্রলয়ের পরিণতি !
তার ওই 
ক্রমশঃ রূপান্তরকারী আচরণের মাঝে, জীবন 
খুঁজে স্থির ভালবাসা, সেই স্থিরতায় 
হৃদয় চায় অনন্তকালীন 
প্রেমের চুক্তি !
বিশুদ্ধ 
ভাবনার রেশমে বোনা, দেদীপ্যমান প্রণয়ের - -
শামিয়ানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
leaf poetry

No comments:

Post a Comment