Tuesday, 16 April 2013

সমন্বিত নীরবতা - -

সমন্বিত নীরবতা ভাঙার পরে তার 
নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেছে,
হৃদয়ের মন্থর স্পন্দন,
জোছনার মৌন 
ভাষার 
মাঝে ভেসে এসেছে তার জাদু ভরা 
স্পর্শ, চন্দন অরণ্য হতে বহে 
আসছে যেন তার প্রণয় 
সমীরণ, নিঝুম 
ভাবনারা 
যেন চঞ্চল হরিণের পাল, পাতার -
শব্দে ও বিচলিত, ধেয়ে যেতে 
চায় অজানা সর্পিল পথে,
নিরুদ্দেশ গন্তব্যের 
দিকে, তার 
চোখের 
কোণে, ঈশানী মেঘের ভিড়, এবং 
তার সাথে থেমে থেমে 
আবেশিত অশনি 
সঙ্কেত ! কে 
জানে 
কোথায় গিয়ে ঠেকবে পালবিহীন 
নৌকা - - 
* * 
- শান্তনু সান্যাল 


art by van stein 

No comments:

Post a Comment