Wednesday, 1 May 2013

প্রতিবিম্বের মুখোমুখি - -

যেখানে মরু অঞ্চলের শেষ সীমানা ছুঁতে চায় -
নীলাভ আনত আকাশ, অতৃপ্ত জীবন 
দাঁড়িয়ে রয় একাকী ওই কল্প -
রেখার খুব কাছে, তার 
প্রণয়ের মৃগজল 
তখন মনে 
হয় মেঘের মিহি কণিকা, ঝরে চলেছে অবিরাম 
জ্বলিত বুকের উপরে, সহসা জনশূন্য 
ঊষর ভূমি, হয়ে উঠতে চায় 
দুই ফসলা, সজল 
নয়নে ভেসে 
যায় তার প্রেমের স্বপ্নীল কবিতা, এক অদ্ভুত - - 
অনুভূতির মাঝে হৃদয় যায় হারিয়ে,
সুদুর বর্ষাবনের সমীরণ বহে 
আনে কিছু চন্দনে 
মিশ্রিত তার 
অনন্ত ভালবাসার  সজলতা, ফিরে আসে জীবন 
সিক্ত দেহে, বাস্তবিক প্রতিবিম্বের 
মুখোমুখি - - 
* * 
- শান্তনু সান্যাল 
desert night - unknown source

No comments:

Post a Comment