অনেক দূর অব্দি হেঁটে আসার পরে, সে এখন
চায় ফিরে যেতে, নিঃশব্দ ভাবে ছাঁড়িয়ে
আঙ্গুলের বন্ধন, বোধ হয় সে
টের পেয়েছে আসন্ন
বাস্তবিকতা,
সর্পিল
পথের রহস্য, অদৃশ্য সেতুর নীচের গভীর - -
খাদের কাহিনী, আসলে কুয়াশা ভরা
যাত্রার সঙ্গি কেউ হতে চায়
না, শুধুই এক বাধ্য
সমঝোতা
নিয়ে
বুকে হেঁটে যায় অনিচ্ছায় কিছু দূর, সুতরাং -
ভাঙা প্রতিশ্রুতির মাঝে জীবন খুঁজে
তার প্রতিচ্ছায়া, ভালবাসা
তখন আবছা আলোর
কৃষ্ণ সারঙ্গের
তৃষ্ণা -
ধেয়ে যায় দাবানলের প্রান্তে, একাকী বিহ্বল !
বুকে জড়িয়ে বিলুপ্ত ঝিলের ঠিকানা,
আখেটকের সম্মুখীন, জীবন
তখন ভুলে যেতে চায়
ভবিষ্যতের
ফলাফল,
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন