মঙ্গলবার, ৭ মে, ২০১৩

সে এক অনুভূতি - -

তার নয়নের তীরে ভেসে ওঠে বিন্দু বিন্দু 
সজল নীহার কণা, সেই জল বিন্দুর 
মাঝে অন্তর্নিহিত আছে কিছু 
জীবনের প্রতিবিম্ব !
কিছু অদেখা 
স্বপ্নগুলি,
অদৃশ্য ঝরে যায় প্রণয়ের উপাসনা মঞ্চে - -
নিঃশব্দ অনবরত, ওই অবর্ণিত 
অর্ঘে সমাহিত, জীবনের 
সারাংশ ! করে 
যায় - - 
নিঃশর্ত ভালবাসার অনুদান, তার অঞ্চলে 
যায় মিশে সব কিছু মান অভিমান,
নিম্ন উচ্চ, লৌহ সুবর্ণ, আপন -
পর, সে এক অনুভূতি 
চিরদিন সুন্দর, 
অগোচর !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
unknown source - lotus oil painting

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন