Monday, 3 June 2013

শর্ত বিহীন - -

কিছু ব্যথা থাক না বুকের মাঝে, ওই সজলতায় 
আছে ভালবাসার সারমর্ম, যদি চোখ হতে 
ঝরে যায় ঘনীভূত ভাবনার মেঘ,
হিয়ার জলাভূমি হয়ে উঠবে 
ক্রমে ক্রমে ঊষর 
প্রান্তর -
একদিন, থাক না জ্বলন্ত ছদ্ম প্রদীপ যবনিকার 
অপর পারে, এখনো শেষ প্রহর অনেক 
দুরে, তোমার নিঃশ্বাসে আছে 
লুকানো নিশিগন্ধার 
সুবাস কি 
মদ্যপ কৃত্রিম সুগন্ধ ! জানতে চায় না জীবন - - 
এই মুহুর্তে শুধুই হৃদয় চায় তোমায় 
ভালবাসতে, শিরায় শিরায় 
শর্ত বিহীন একরাশ 
সন্নিবেশ !
* * 
- শান্তনু সান্যাল 
dropped rose

No comments:

Post a Comment