আবার শুন্য হাতে তোমার সামনে দাঁড়িয়ে
art by Diane Mllsap
আছি, বৃষ্টির নিজের আছে, বাধ্য -
বাধকতা তাই ভিজিয়ে
গেছে যেমন ইচ্ছে
তেমন - -
কিন্তু কোথায় যেন এখনো, এক অর্ধ নিবন্ত
স্ফুলিঙ্গ জ্বলে বুকের মাঝে, হয় ত
আঁধার ঘনিয়ে আসলে তুমি
তা দেখতে পাবে,
তামাটে
সিক্ত সন্ধ্যার এই সন্ধিক্ষণে, শুধুই দেখে - -
চলেছো মেঘলা আকাশ, নদীর
অসময়ের বান, দূরগামী
সুপার ফাস্ট ট্রেন,
কম্পিত
সেতু ! ছায়াঢাকা নৌকার অন্য তীরে সরে
যাওয়া, প্রতিশ্রুতির মূল্য কোথায়
যেন হারিয়ে চলেছে নদীর
ঘোলাটে জলে, মৌন
অবহেলা কিংবা
চাপানো
অভিমান, কি যে আছে তোমার হৃদয়ে - -
জানতে খুবই আগ্রহী আমার মন,
এই বর্ষণমুখর মুহুর্তে - -
* *
- শান্তনু সান্যাল
art by Diane Mllsap
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন