মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

নিগূঢ় মুহূর্ত - -

অনেক ক্ষণ সে ছিল, ব্যক্তিত্বের নিকটতম 
অন্তরালে, এমনকি তার প্রতিবিম্বে 
আমার ছবি গেছে হারিয়ে !
তার দেহের গন্ধে -
ছিল অবুঝ 
এক -
আসঞ্জন, যতই চেয়েছি বুঝতে ততই রহস্য 
গেছে ক্রমশঃ ঘনিয়ে, বক্ষে ছিল তুহিন 
জল কণা কিংবা অভিলাষের 
বৃষ্টিবিন্দু, বা গলিত 
মোমের কিছু 
টুকরো,
সব কিছু যেন ভাসা ভাসা, অনিবন্ত অঙ্গার,
শুধুই এক কুহেলিকা ভরা পথের 
অন্তহীন যাত্রা ! অজ্ঞাত 
স্রোতে দিশাহীন 
ভেসে -
যাওয়া, অরিত্র বিহীন নৌকা আর সুদূরে - - 
তীরভূমির অট্টহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by margaret-saheed

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন