জানি তুমি আবার আছো অপেক্ষায়, আকাশে
জমে আছে মেঘ যথারীতি, এখন ও
শ্রাবণ যাই নি ফুরায়ে, ওই
সজল সীমান্তে
কিছু -
স্বপ্নের ছাইরঙ্গী, যুগল সারস উড়ে যায় সুদূর
দিগন্তে ! পুনরায় তুমি খুলে চলেছ -
কাচের শোকেস, কিছু
ঝিনুকের রঙ্গীন
খোল -
মাথা ঝাঁকুনিয়া মাটির পুতুল, প্রবালের টুকরো
সহসা যেন জীবন্ত, খুঁজে চলেছে জল -
সমীরণে, সাগর তীরের বার্তা,
সব কিছু কি যথাবত
আছে অথবা
উচ্চ -
তরঙ্গে বহে গেছে প্রণয়ের বালুকা বেলা - - - -
* *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন