যেখানে অন্ধকার চায় আলোর উদারতা,
অশ্রু চায় শিশিরের শীতলতা, ওই
নেত্রপল্লবের কম্পিত তীরে
হৃদয় চায় তোমার
একটু খানিক
প্রবণতা,
কখনো কোনো দিন যদি বেরিয়ে আসতে
পারো, নিজের ঝাড়বাতিদানের
বাইরে, হয় ত দেখবে
জোনাকিরা
এখনো -
সাজিয়ে নীল আলো, বুকের মাঝে, উড়ে
রয় সিক্ত বাতাসে ! করে যায়
নিঃশর্ত দিব্য রশ্মির
উন্মুক্ত অনুদান,
নিঃশ্বাস
চায় এমন সময়ে তোমার জীবন দায়িনী
অশেষ স্পর্শ !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন