শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

আরশির নেপথ্যে - -

বিগত রাতের শেষ প্রহরে, যখন চাঁদের -
আলো নিষ্প্রভের পথে, নিশাচর 
পাখির সুর, অবরোহের 
দিকে, তোমার -
অপ্রত্যাশিত 
পরশে -
জীবনের অনীহা পৃষ্ঠতল, হয়ে উঠে ছিল 
সহসা, জীবন্ত আগ্নেয়গিরি ! ওই -
স্বপ্নীল মুহুর্তে, তুমি আচমকা
ভাবে গেছ আমায় 
ভালোবেসে,
এখন 
তুমি লজ্জাবতী ফুলের প্রশাখা, চোখের -
পরশে গুটিয়ে চলেছো, লাজুক 
আবেগের জাফরি, নব -
পল্লবিত দেহের 
ভিতরে !
পুরনো আরশির মাঝে তোমার প্রতিবিম্ব
এখন চায় নতুন চিত্রণ, তুমি কি 
তা লক্ষ্য করেছ - - 
* * 
- শান্তনু সান্যাল  
art by Felipe D Tapia

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন